বগুড়ায় নিখোঁজ হওয়া বিএনপির ২ নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে ফেরেন এবং দেলোয়ার হোসেন স্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেছেন। তবে তারা কোথায় কিভাবে ছিলেন তা জানা যায়নি এ ব্যাপারে দুই পরিবারের কেউ মুখ খোলেননি । আনোয়ারের বাড়ি ফেরার বিষয়টি পুলিশ নিশ্চিত করলেও দেলোয়ারের ব্যাপারে কোনো তথ্য জানায়নি।
আনোয়ার হোসেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক। এছাড়া তিনি বীরকেদার ইউপির সাবেক সদস্য। অপরজন উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
আনোয়ারের মামাতো ভাই নাহিদ পারভেজ বলেন, ‘আমার ভাই ভোরে নিজ বাড়িতে ফিরেছেন। তিনি সুস্থ আছেন। তবে তিনি কোথায় ছিলেন এ ব্যাপারে কাউকে কিছু বলছেন না।’ আনোয়ারের মা রমেনা বেগম বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার ছেলে ফিরে এসেছে। সে সুস্থ ও ভালো আছে। কোথায় ছিলেন কিভাবে ছিলেন এটা আর আমি জানতে চাই না’
দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী আমাকে মোবাইলে কল দিয়েছিল। তিনি জানিয়েছেন চিন্তার কিছু নেই। তিনি ভালো আছেন। কিন্তু তিনি কোথায় আছেন সে ব্যাপারে কিছু বলেনি। শুধু বলেছে খুব শিগগিরই দেখা হবে।’
বগুড়া নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর আলী বলেন, ‘নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে আনোয়ার তার বাড়িতে ফিরেছেন বলে অবগত হয়েছি। তিনি আসার পর কাউকে কিছু বলছেন না। আমরা এ ব্যাপারে জানার চেষ্টা করছি। তবে দেলোয়ারের ব্যাপারে এখনও কিছু জানিনা।’