শীর্ষ সংবাদ

বছরের প্রথম দিনেই দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বছরের প্রথম দিনেই বিশ্বে দূষিত ১০০ শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আজ সকাল ৯টা ৪৫ মিনিটে বায়ুমানের সূচক-একিউআই অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৫৩ স্কোর। এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ২৪৫ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঘানার আক্রা। ২৩২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ২২২ ও ২০৯ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চীনের চেংদু এবং ভারতের দিল্লি।

বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আরও সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker