নড়াইল-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন লিটু
নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। দীর্ঘ ২৪ দিনের আইনি লড়াই শেষে তিনি প্রর্থিতা ফিরে পেয়েছেন। তিনি ট্রাক প্রতীক পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুর প্রার্থিতা ফেরত দিয়ে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।
গত ৪ ডিসেম্বর নড়াইলের রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই-বাছাইকালে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ কয়েকটি জটিলতায় লিটুর প্রার্থিতা বাতিল করেন। গত দু’দিন আগে ২৬ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম প্রার্থীতা ফিরে পেয়ে ঈগল প্রতীক পেয়েছেন।
নড়াইল-২ আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন, আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা (নৌকা) প্রতীক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান (হাতুড়ী) প্রতীক, জাতীয় পার্টির অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল) প্রতীক, ইসলামী ঐক্যজোটের মো.মাহাবুবুর রহমান (মিনার) প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো.মনিরুল ইসলাম (আম) প্রতীক, গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান (মাছ) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল) প্রতীক,স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) প্রতীক নিয়ে।