ইভেন্টস
দিল্লিতে ড্রোন ওড়ানোয় বাংলাদেশি নারী আটক
ভারতের দিল্লিতে ড্রোন ওড়ানোর অপরাধে বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লির অক্ষরধাম মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। ড্রোনটি জব্দ করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, স্থানীয় সময় রবিবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে অক্ষরধাম মন্দিরের ওপর থেকে একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে দেখে নিরাপত্তরক্ষীরা পুলিশকে খবর দেয়। তারপর মান্ডেওয়ালি পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে ওই নারীকে অবৈধভাবে ড্রোন ওড়ানোর দায়ে আটক করে।
পুলিশ জানায়, ওই নারীর নাম মমো মোস্তফা (৩৩), ঢাকায় বসবাস করেন। তিনি সাংবাদিকতা এবং ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। গত মে মাসে ছয় মাসের ভিসা নিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। এ বিষয়ে তদন্ত চলমান বলে জানায় পুলিশ।