মধুপুরে গোপনে গর্ভপাতে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে
বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল।
টাঙ্গাইলের মধুপুরে গোপনে অপ্রশিক্ষন প্রাপ্ত নার্সদের দ্বারা গর্ভপাতে রোগীর মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে।
গত ২৬জুন সোমবার প্রেমে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে জীবন দিতে হয়েছে রোকসানা (১৯)নামের এক কলেজ ছাত্রীর।
জানা যায়, বিয়ে না হয়েও অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় লোকলজ্জার ভয়ে মধুপুরে গোপনে গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণে নবজাতক সহ তার মর্মান্তিক মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোন এক যুবকের সাথে রোকসানার প্রেমের সম্পর্ক হয়। দীর্ঘদিন সম্পর্কে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে বাচ্চা নষ্ট করার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে পল্লী চিকিৎসক ফাতেমা ও সালেহার নিকট নিয়ে আসেন তার কথিত প্রেমিক।
অপ্রশিক্ষন প্রাপ্ত এই দুই পল্লী চিকিৎসকের মাধ্যমে গোপনে গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণে নবজাতক সহ ঐ কলেজ ছাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় দুই পল্লী চিকিৎসক সহ উক্ত কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের গ্রেফতারের পর আরও কয়েকজন অপ্রশিক্ষনপ্রাপ্ত পল্লী চিকিৎসকের নাম উঠে এসেছে। যারা বিগত দিনে গোপনে গর্ভপাত ঘটানোর সময় অনেক রোগীর মৃত্যু সহ বিভিন্ন সমস্যায় গোপনে টাকার বিনিময়ে সমাধান করেছেন।
এ পেশায় জড়িত অন্যান্যদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবার উর্ধতন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
এই মৃত্যুর ঘটনার পর এ পেশায় জড়িতরা গা ডাকা দিয়েছেন বলে জানা যায়। এসব অপ্রশিক্ষনপ্রাপ্ত পল্লী চিকিৎসকদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।