লন্ডনে তারেক রহমানের উপস্থিতিতে কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে যুক্তরাজ্যে।
মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের তত্ত্বাবধানে আয়োজিত কোকোর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তেব্য তারেক রহমান পরিবারের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর এবং বিগত ১৫ বছর ধরে সরকারবিরোধী আন্দোলনে নিহত দলের নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় সকলকে দোয়া করার আহবান জানান।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম মাওলানা মতিউল হক।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি গোলাম রাব্বানি সোহেল, তাজুল ইসলাম, সলিসিটর ইকরামুল হক মজুমদার, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, এম এ মুকিত, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন, সাবেক সহসাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, তাহির রায়হান চৌধুরী পাভেল, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, বাবুল আহমেদ চৌধুরী, সালেহ আহমেদ জিলান, এডভোকেট খলিলুর রহমান, টিপু আহমেদ, সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক লিটন আফিন্দি, কেন্দ্রীয় জাসাসের ইউরোপের সাংগঠনিক সমন্বয়ক ইকবাল হোসেন, যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি এমাদুর রহমান এমাদ, সাবেক সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি হাজী এম এ সেলিম, সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক সেবুল মিয়া, ইস্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এস এম লিটন, যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ জে লিমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, সহপ্রচার সম্পাদক মইনুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মোক্তাদির আলী, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, কার্যনির্বাহী সদস্য এনামুল হক লিটন, খালেদ চৌধুরী, আমিনুর রহমান আকরাম, শরীফ উদ্দিন ভূঁইয়া বাবু, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, সুজাত আহমেদ, তপু শেখ এবং নাজমুল হোসেন চৌধুরী প্রমুখ।